লটাখোলা খালে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে

403

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯ ♦ দোহার থানার লটাখোলা থেকে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন করে আশে-পাশে ভরাট করা হচ্ছে। এতে নদী তীরবর্তী বসতি হুমকির মুখে পড়েছে।

https://lh4.googleusercontent.com/-F-whkz42xM0/TxTmCPNLidI/AAAAAAAAAt4/BHN9seB0VdU/s640/babu%252520n97275.jpg

হুমকির মুখে ফসলি জমি

এলাকার কিছু প্রভাবশালী ব্যাক্তি এই অসাধু কাজের সাথে জড়িত বলে জানা যায়। কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই তারা এই কাজ করছে । এছাড়া রাস্তার উপর ড্রেজার পাইপ বসানর কারণে ছোট খাটো সড়ক দুর্ঘটনা ও ঘটছে।এছাড়া যেসব জায়গা ভরাট করা হছে মাটি পানির সাথে আশে পাশের জায়গাতে ছড়িয়ে পড়ছে; এতে অপদখল হচ্ছে আশে পাশের জায়গাগুলো। এলাকাবাসীর আশঙ্কা এতে পরিবেশ বিপর্যয়ের সাথে সাথে সামাজিক শান্তি বিনষ্ট হতে পারে।

https://lh6.googleusercontent.com/-msVfSJojdt8/TxTmJkl_zxI/AAAAAAAAAt8/WuOd6feKA3M/s640/babu%252520n97270.jpg

অবাধে ভাঙ্গছে জমি

https://lh6.googleusercontent.com/-RwzAomIt2WM/TxTmUX-sLQI/AAAAAAAAAuA/JPVnMjXBKzg/s640/babu%252520n97273.jpg

হুমকির মুখে লটাখোলা ব্রীজ

আপনার মতামত দিন