লটাখোলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সাহায্য প্রদান

825

দোহারের পূর্ব লটাখোলায় এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সাতটি পরিবারকে আর্থিক সহযোগিতা ও বস্ত্র প্রদান করেছে হিন্দু ধর্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন ভবতারণ সেবা সংঘ।

গতকাল ৩ মার্চ শনিবার সংগঠনটির প্রতিষ্ঠাতা হিন্দু কল্যান ট্রাস্টের সাবেক সচিব ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্য নন্দদুলাল গোস্বামীর উপস্থিতিতে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে ৮ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া প্রতিটি পরিবারকে শাড়ি, গেঞ্জি সহ প্রয়োজনীয় বস্ত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, তারক ভট্টাচার্য, সুকুমার পাল, অঞ্জলী পাল, দুলাল দাস, ডা. বিনয় কৃষ্ণ দাস, সুবল সরকার, শেফালী রাজবংশী। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক অমিতাভ অপু ও তার সহধর্মণী ডা. সুফলা দেবনাথ প্রমূখ।

আপনার মতামত দিন