নবাবগঞ্জে পুলিশের হাত থেকে রিমান্ডের আসামী চম্পট

265

নবাবগঞ্জ উপজেলায় আদালত থেকে থানায় নিয়ে আসার পথে রিমান্ডের ১ আসামী পালিয়েছে।  আসামীকে ধরতে নবাবগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত আছে বলে নিউজ৩৯কে নিশ্চিত করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, গত মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলার দুর্গাপুর এলাকা থেকে মাদক বিক্রয় ও বহনের সময় পুলিশের মাদক ব্যবসায়ী রবিনসহ আরো ৪ জনকে গ্রেফতার করা হয়। বুধবার পুলিশ রবিনকে আদালতে প্রেরণ করে। পুলিশ রবিনকে রিমান্ড চাইলে আদালত রবিনসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। রাত ৮টার দিকে আদালত থেকে প্রাইভেটকার যোগে থানায় আনার পথে আগলা বাজার এলাকা থেকে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় রবিন পালিয়ে যায়। এ ব্যাপারে নবাবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মাসুদ করিম নিউজ৩৯ কে  জানান, রবিনকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

আপনার মতামত দিন