রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে বাড়ি ফিরলো দুই বোন

290

নিউজ৩৯ ♦ অবশেষে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তুপের ভিতর থেকে মায়ের কোলে ফিরলো দোহারের নিখোঁজ দুই বোন। রবিবার এই দুই বোনের লাশ উদ্ধার হবার পর সোমবার তারা ফিরে আসলো নিজ জন্মভূমিতে।

সোমবার সকাল সাড়ে দশটায় সাভারের রানা প্রাজায় তিন তলায় কর্মরত দুই বোন লতিফা ও শরিফার লাশ তাদের নিজ বাড়ি শিলাকোঠায় এসে পৌছায়। এসময় এলাকায় শোকের মাতম দেখা দেয়। চোখের জল ধরে রাখতে পারে নি কেউ।

শিলোকোঠা মাদ্রাসায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবার পর দুপুরে শিলাকোঠা কবরস্থানে তাদের দাফন করা হয়। এসময় এলাকায় হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।    

আপনার মতামত দিন