ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও দোহার উপজেলা বিএনপির সহ সভাপতি শওকত আলী নয়ন (৫৯) আজ শনিবার সকাল ১১ টায় ঢাকার সদরঘাট এলাকার সুমনা হাসপাতলে হৃদরোগে ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ও ইন্নাইলাহে রাজিউন)
তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগতে ছিলেন। এর মাঝে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তার শারীরিক অবস্থা দ্রুত খারাপের দিকে চলে গেলে তাকে ঢাকার সদরঘাটের সুমনা ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থা উন্নতি না হয়ে ধীরে ধীরে অবনতি হতে থাকে। এবং আজ সকাল ১১টার দিকে তিনি সুমনা হাসপাতালে মৃত্যু বরন করেন।
তার মৃত্যুতে রায়পাড়া ইউনিয়ন বাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় আওয়ামী লীগ, বিএনপির সকল নেতা কর্মী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
আপনার মতামত দিন