উত্তর রাইপাড়ায় এক বৃদ্ধের আত্মহত্যা

287

দোহার থানার রাইপাড়া ইউনিয়নের উত্তর রায়পাড়ায় গ্রামের আনসার আলি(৭৫) নামে এক মানসিক রোগীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে তার লাশ তার নিজ ঘর থেকে উদ্ধার করা হয়।
রায়পাড়া ইউনিয়নের উত্তর রায়পাড়ায় গ্রামের আকন বাড়ী এক নামে পরিচিত। সেই বাড়ীরই সন্তান আনসার আলী এলাকায় মানসিক রোগী হিসাবে বেশ পরিচিত ছিলেন। তার কাজ কর্ম ছিল অস্বাভাবিক। সে প্রতি রাতে তার দরজা তালা দিয়ে জানালা দিয়ে ঘরে ঢুকত।
প্রত্যেক দিনের মতো বুধবার রাতেও সে ঘরে শুতে যায়। কিন্তু সকাল আঁটটা বাজলেও যখন সে ঘুম থেকে না উঠলে তার বড় ছেলের ঘরের নাতি দরজা ফাঁকা দিয়ে তার লাশ দেখলে তার ছেলেরা দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। এসময় তারা দেখতে পান টিভি ক্যাবল লাইন গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। এসময় তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে ঘরের আড়া থেকে লাশ নামায়। পুলিশ ব্যাপারটা তদন্ত করে দেখছে বলে জানান। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাঁসপাতালে পাঠিয়েছে।

আপনার মতামত দিন