রাইপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি

224

ঢাকার দোহার উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির হয়েছে। ডাকাতদল বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে ।

পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে উপজেলা রাইপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের ব্যবসায়ী মো.জসিম উদ্দিনের বাড়িতে ২০/২৫ জনের মুখোশ পরিহিত সংঘবদ্ধ একটি ডাকাতদল বাড়ির সামনের কলাপসিবল গেটের তালা কেটে ও ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরের লোকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে সবার হাত পা বেঁধে এবং আলমারি ভেঙ্গে ৩০ ভরি স্বর্ণালংকার নগদ ২ দু লাখ টাকা প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

আপনার মতামত দিন