যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরবেন আরও ৬৫জন

28
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরবেন আরও ৬৫জন

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে প্রথম দফায় দেশে ফিরেছেন ৫৪ জন বাংলাদেশি। এদের মধ্যে সাত শিশু রয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৈরুত থেকে জেদ্দা হয়ে তারা দেশে ফিরেছেন। তাদের সরকারি খরচে দেশে আনা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দরে তাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের স্বাগত জানানোর কথা রয়েছে।

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। তাদের পর্যায়ক্রমে দেশে ফেরানো হবে। দ্বিতীয় দফায় বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ৬৫ বাংলাদেশি দেশে ফিরবেন।

আপনার মতামত দিন