যুদ্ধবিধ্বস্ত এলাকায় শিশুদের হত্যার ঘটনা ও আহত হওয়ার সংখ্যা বাড়ছে। কিন্তু বিশ্ব এই বিষয়টিতে নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ভির্জিনিয়া গাম্বা। তিনি বিশেষভাবে গাজা, অধিকৃত পশ্চিম তীরসহ বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকার পরিস্থিতি তুলে ধরেন।
মঙ্গলবার এক বিবৃতিতে গাম্বা জানান, ২০২৪ সালে যুদ্ধক্ষেত্রে শিশুদের বিরুদ্ধে সহিংসতার প্রধান দুটি রূপ হয়ে উঠেছে—স্কুল ও হাসপাতালে হামলা এবং শিশুদের হত্যা ও আহত করা।
গাম্বা আরও উল্লেখ করেন, বিমান হামলা, রকেট ও ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং জনবহুল এলাকায় বিস্ফোরক অস্ত্র ব্যবহারের ফলে গাজা, অধিকৃত ফিলিস্তিন, ইসরায়েল, সুদান, লেবানন, মিয়ানমার এবং ইউক্রেনের মতো স্থানে মানবিক বিপর্যয় ঘটছে।
তিনি বলেন, এই শিশুদের কান্না যুদ্ধক্ষেত্র থেকে সারা পৃথিবীতে প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু বেশিরভাগ সময় বিশ্ব এই যন্ত্রণাকে উপেক্ষা করছে।
গাম্বা এই পরিস্থিতিকে ‘সম্মিলিত নৈতিকতার ওপর একটি কালো দাগ’ হিসেবে অভিহিত করে বলেন, আমাদের অবশ্যই আরও ভালো করতে হবে।
জাতিসংঘের বিশেষ প্রতিনিধি শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য বিশ্বজুড়ে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বিশেষজ্ঞরা মনে করেন, শিশুদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।