যুক্তরাষ্ট্রের কানসাসে বন্দুক হামলায় নিহত ৩, আহত ৫

11
যুক্তরাষ্ট্রের কানসাসে বন্দুক হামলায় নিহত ৩, আহত ৫

 

যুক্তরাষ্ট্রের কানসাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে অন্তত ৩ জনের। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। খবর এবিসি নিউজের।

কর্তৃপক্ষ জানায়, ফিফটি সেভেন্হ স্ট্রিটের একটি আবাসিক ভবনের পার্কিংয়ের সামনে এই হামলা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ৩ জন মারা যায়। হামলার কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা হয়ে থাকতে পারে। গোলাগুলির পর পুরো এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ।

এদিকে, পার্শ্ববর্তী আরেকটি এলাকায় বন্দুক হামলায় আহত হয়েছে ৫ জন। ঘটনার পরপরই আহতদের হাসপাতালে নেয়া হয়। হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ।

 

 

আপনার মতামত দিন