হন্ডুরাসে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ২৪, কারফিউ জারি

7
হন্ডুরাসে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ২৪, কারফিউ জারি

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের দুটি শহরে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে অন্তত ২৪ জনের। আহত হয়েছেন আরও অনেকে। এরই মধ্যে দুটি শহরেই কারফিউ জারি করা হয়েছে। খবর বিবিসির।

সহিংসতার ঘটনায় দেশটির উত্তারাঞ্চলের শহর দুটিতে ‌এরই মধ্যে কারফিউ জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরেই অঞ্চলটিতে সক্রিয় বিভিন্ন অপরাধী গোষ্ঠী। বিভিন্ন সময়ই গ্যাং সহিংসতার ঘটনা ঘটে সেখানে।

এর আগে গত শনিবার (২৪ জুন) চেলোমায় একটি ক্লাবে একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ যায় ১৩ জনের। রোববার (২৫ জুন) সান পেড্রোয় অপর দুটি গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে নিহত হয় ১১ জন। এ ঘটনার পর শহর দুটিতে ২ সপ্তাহের জন্য কারফিউ জারির নির্দেশ দেন প্রেসিডেন্ট। এরই মধ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাহিনীর টহল, ধরপাকড়ও চলছে।

 

আপনার মতামত দিন