মেম্বার পদে বিজয়ী দাদার জন্য ফুল আনতে গিয়ে নাতির মৃত্যু

502

আব্দুর রাহিম, স্পেশাল করোসপন্ডেণ্ট, news39.net: সোমবার নবাবগঞ্জ উপজেলার ইউনিয়ন নির্বাচনে দাদা মেম্বার পদে বিজয় লাভ করায়, দাদার জন্য ফুল আনতে গিয়ে রোড এক্সিডেন্টে মারা গিয়েছে নাতি।

নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার পদে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান লেবন বিজয় লাভ করে। এই খবর শুনে, আনন্দে উল্লোসিত হয়ে তার নাতি মোহাম্মদ নাঈম (২৩) রোড এক্সিডেন্টে মৃত্যু বরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা news39.net কে জানান, বিকেলে দাদার বিজয়ী হওয়ার সংবাদ শুনে, নাতি নাঈম দিঘীরপাড় খালপাড় ক্লাবের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খাম্বায় সজোরে আঘাত করে। স্থানীয় বাসিন্দারা তাকে হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত দিন