মেঘুলায় নিখোঁজ ২ জনের ১জনের মৃতদেহ উদ্ধার

167

দোহার গরুর ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২ মামা ভাগ্নের মধ্যে মামার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মনির মাদবর, বয়স – ৪০। পিতা – মোতালেব মাদবর, বাড়ী- জাহানাবাদ, বাঘড়া, শ্রীনগর। এখনো নিখোঁজ রয়েছে সিয়াম। সে মুকসুদপুরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। মামা ভাগ্নে ইঞ্জিনরুমে ঘুমাচ্ছিলো বলে জানা যায়। সামনে দরজা বন্ধ থাকায়, পিছনের ছোট্ট দরজা দিয়ে হয়তো বের হতে সময়ক্ষেপণ হওয়ায় মনিরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে সকলের ধারণা।

প্রত্যক্ষদর্শী আশিকুল গাজী news39.net কে জানান, শুক্রবার সকালে স্থানীয় জেলেরা মাছ ধরার সময় মুকসুদপুর বাজার সংলগ্ন লঞ্চ ঘাটে লাশ ভাসতে দেখে। পরবর্তীতে ফুলতলা পুলিশ ফাড়ি থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে বাঘড়া ইউনিয়ন চেয়ারম্যান তানজিল রহমানের মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

আপনার মতামত দিন