মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যানে কাজ করে যেতে চাইঃ মাহবুবুর রহমান

166
মাহবুবুর রহমান

ঢাকার দোহার উপজেলায় ৮টি ইউনিয়ন সহ দোহার পৌরসভার দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান নিজস্ব অর্থায়নে মঙ্গল ও বুধবার (২৬ ও ২৭শে জানুয়ারি) দিন ব্যাপি ৮টি ইউনিয়ন সহ দোহার পৌরসভার দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

নারিশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যানে কাজ করে যেতে চাই।

এসময় উপস্থিত ছিলেন দোহার পৌর মেয়র আব্দুর রহিম মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমান কামাল, দোহার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গিয়াস আল মামুন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মঞ্জু মোল্লা, সদস্য শেখ শাহীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা সহ আরো অনেকেই।

আপনার মতামত দিন