মুন্সীগঞ্জ-নবাবগঞ্জ সীমান্তবর্তী বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

44
মুন্সীগঞ্জ-নবাবগঞ্জ সীমান্তবর্তী বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সময় আহত হয়েছেন আরও জন।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মুন্সীগঞ্জ-নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার খারশুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী শেখ আব্দুর রহমান ও মোহাম্মদ শাহীন মিয়া। তাদের বাড়ি ঢাকা জেলার দোহারে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ সময় সিরাজদিখান উপজেলার খারশুর এলাকায় পৌঁছালে নবাবগঞ্জগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে অটোরিকশার দুই যাত্রীসহ জন আহত হন। আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে  দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিরাজদিখান থানার শেখেন নগর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ হেফাজতে রয়েছে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা।

আপনার মতামত দিন