মুকসেদপুরে আগুনে ভস্মিভূত মুদি দোকান

363

ঢাকার দোহার উপজেলায় মুদি দোকানে আগুন লেগে আসবাবপত্র, মালামাল, নগদ টাকা ভস্মিভূত হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মুকসেদপুর ইউনিয়নের বেথুয়া গ্রামের আব্দুল জব্বারের মুদি দোকানে আগুন লাগলে এ দুর্ঘটনা ঘটে।

এসময় দোকানে কেউ না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটে নি। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ব্যবসায়ী আব্দুল জব্বার তাঁর মুদি দোকানে আগুন জ্বলতে দেখেন। তাঁর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দোকানের ভিতরে থাকা ফ্রিজ, নগদ টাকাসহ মালামাল পুড়ে যায়। এতে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী আব্দুল জব্বার দাবী করেন। তবে আগুন লাগার কারণ জানা যায় নি।

শুক্রবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নি। দোহার থানার ফুলতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. হাবিব বলেন, বিষয়টি নিয়ে থানায় কেউ অভিযোগ করে নি। তবে এখনই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

আপনার মতামত দিন