মুকসুদপুর থেকে আরও এক মাদক ব্যবসায়ী আটক

1516
মুকসুদপুর থেকে আরও এক মাদক ব্যবসায়ী আটক

ঢাকা জেলার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের  রুইথা হতে মোঃ সজিব নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়,আজকে সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমারৎ হোসেনের নেতৃত্বে এস আই সংকর চন্দ্র সরকার ও এ এস আই রাহাত সহ একটি বিশেষ টিম রুইথা  এলাকায় অভিজান চালিয়ে  ২৬৫ পুরা হেরোইন সহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কৃত মোঃ সজিব আব্দুর রহিম খানের ছেলে।

পুলিশি ইনচার্জ এমারৎ হোসেন নিউজ৩৯কে জানায়, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ  আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিজান চলছে।মাদকের বিরুদ্ধে কাউকে ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত দিন