মুকসুদপুর ইউনিয়নের আওয়ামী লীগ সেক্রেটারি মঈনুল আকন্দের জানাজা ও দাফন সম্পন্ন

244

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঈনুল আকন্দের জানাজা মুকসুদপুরের রজ্জব আলী ক্বারী সাহেব সংলগ্ন মাদ্রাসা মাঠে সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা  তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইনস্পেক্টর জেনারেল অব রেজিষ্ট্রেশন খান মো. আব্দুল মান্নান, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, ঢাকা জেলা পরিষদের সদস্য শাহজাহান মোল্লা, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নান, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম সহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানাজায় শরীক হন। জানাজা শেষে মুকসুদপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার দিবাগত রাত ১:৩০ মিনিটে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মঈনুল আকন্দের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সে মুকসুদপুরের হাশেম আকন্দের ছেলে।

আপনার মতামত দিন