মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

181

নিরব মন্ডল, নিউজ৩৯.নেট ♦ সোমবার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মুকসুদপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম জোলেখা খান(৮), বাবা হুমায়ুন খান। ৩য় শ্রেনীর ছাত্রী ছিল জোলেখা।

দুপুরে স্কুল থেকে ফেরার পর পুকুরে গোসল করতে যায় সে ও রাফিন(৭)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। এক সময় রাফিন গভীর পানিতে চলে যায়। সাতার জানা জোলেখা ঝাঁপিয়ে পরে রাফিন কে  বাঁচাতে। এ সময় দুই জনই পানিতে তলিয়ে যায়।

পরে বাড়ীর লোকজন তাদের উদ্ধার করে নিকটস্থ মোহাম্মদ আব্দুর রাজ্জাক হাসপাতালে নেয়। সেখানকার চিকিৎসকরা জোলেখাকে মৃত ঘোষণা করে এবং আশংকাজনক অবস্থায় রাফিন কে ঢামেক-এ প্রেরণ করে। আহত রাফিন এর বাবার নাম ইঞ্জিনিয়ার আব্দুর রউফ খান। তিনি ফ্যামস ইন্টারন্যাশনাল স্কুল এর ইংরেজির শিক্ষক।

আপনার মতামত দিন