মুকসুদপুরে নছিমন চাপায় রিক্সা চালক আহত

284

দোহারের মুকসুদপুরে ট্রাক্টর-ইঞ্জিনচালিত নছিমনের চাপায় রিক্সা চালক ফজলু (৫০) নামে এক রিকশাচালক গুরতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মুকসুদপুরের গোড়াবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা নিউজ৩৯ কে জানান,রিকশাচালক ফজলু রাস্তার সাইট দিয়ে তার রিকশাচালিয়া যাচ্ছিলেন কিন্তু নছিমন চালক পিছন দিক দিয়ে রিকশা ধাক্কা দিয়ে উলটে পালানোর চেষ্টা করে। কিন্তু এলাকাবাসি নছিমন চালক রাসেদুলকে আটক করে থানায় সোপোর্দ করে।  রাসেদুল নবাবগঞ্জের পুরান বান্দুরার ইউনুস বেপারীর ছেলে। আহত রিকশাচালক ফজলু(৫০) কে স্থানীয় আব্দুর রাজ্জাক হাসপাতালে নেওয়া হয়েছে।

কর্তব্যরত ডাক্তার নিউজ৩৯ কে বলেন, ফজলু(৫০) এর বুকের (কলারবোন) হার ভেঙে গিয়েছে, এবং তাকে ভর্তি রাখা হয়েছে। শুক্রবার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা পরবর্তী পদেক্ষেপ গ্রহন করবে।

আপনার মতামত দিন