চর মাহমুদপুরে ভয়েস৩৯ এর কম্বল বিতরণ

268

দোহারের চর মাহমুদপুর ইউনিয়নে নদী ভাঙ্গন কবলিত দরিদ্র মানুষের জন্য পুরাতন শীতবস্ত্র ও কম্বল বিতরন করলো নিউজ৩৯ এর পাঠক ফোরাম ভয়েস৩৯। বিভিন্ন ক্যাম্পইন এর মাধ্যমে তোলা অর্থ সহায়তায় কেনা কম্বল ও পুরনো কাপড় এই দিন পদ্মা আশ্রয় প্রকল্পের দুস্থ মানুষের মাঝে বিতরন করা হয়।

ভয়েস ৩৯ এর উদ্দ্যোগে দোহারের মানুষের সহায়তায় অর্থ সংগ্রহের মাধ্যমে দরিদ্র শীতার্ত মানুষকে শীতের হাত থেকে রক্ষা করার জন্য কম্বল বিতরনের উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় বুধবার দোহারের প্রত্যন্ত অঞ্চল চর মাহমুদপুরে শীতবস্ত্র বিতরন করে ভয়েস৩৯। চরমাহমুদপুরের মৌনটে সরকারী আশ্রয়কেন্দ্রে পুরনো শীতবস্ত্র ও কম্বল বিতরন করে ভয়েস৩৯। এই সময় শীতবস্ত্র বিতরনে ভয়েস ৩৯কে সহায়তা করে চর মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।  এই সময় ভয়েস৩৯ এর সদস্য ও নিউজ ৩৯ এর সম্পাদক তারেক রাজিব ও ভয়েস ৩৯ এর সম্মন্বয়ক আব্দুল্লাহ আবু সাইদ উপস্থিত ছিলেন। এই সময় নদী ভাঙ্গন কবলিত মানুষকে ও আশ্রয় কেন্দ্রের দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

আপনার মতামত দিন