মালিকান্দায় কবি নজরুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকা জেলা প্রশাসক

312

ঢাকা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, প্রশিক্ষিত জাতি গড়তে পারে একটি দেশের গৌরব উজ্জ্বল ভবিষ্যৎ। সুশিক্ষা দ্বারা শিক্ষার্থীদের গঠন করুন। ওরা একদিন দেশের মুখ উজ্জ্বল করবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহার উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এতে সভাপতিত্ব করেন। জেলা প্রশাসক বলেন, যারা আমাদের ভবিষ্যৎ, তাদের অন্ধকারে ঠেলে দেবেন না। সহিংসতা পরিহার করুন। নিরবচ্ছিন্ন শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে আপনারা সহযোগিতা করুন। এতে দেশ ও জাতির মঙ্গল হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়া, আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সুরুজ আলম, শিল্পপতি আব্দুস সালাম সিকদার, মহিলা নেত্রী শামীমা ইসলাম বিথি প্রমুখ।

আপনার মতামত দিন