সহিংসতার কারণে সমঝোতার পথ সঙ্কুচিত- দোহারে ওবাইদুল কাদের

301

সহিংসতার কারণে সমঝোতার পথ সঙ্কুচিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মুন্সীগঞ্জের তিন দোকান এলাকায় আজ শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-দোহার সড়ক সংস্কার কাজ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, যেখানে সহিংসতা, সেখানে সমঝোতার পথ সঙ্কুচিত হয়ে পড়েছে। বঙ্গবন্ধুর পরিবারকে ধ্বংস করার নীল নকশা চলছে। বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতেই দেশ জুড়ে সহিংসতা চালানো হচ্ছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সেতু মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে গ্রেপ্তারের জন্য কেমন পরোয়ানা পাঠানো হয়েছে, আমার জানা নেই। 

এ সময় সেতুমন্ত্রী ঢাকার দোহার থেকে শ্রীনগর উপজেলা পর্যন্ত ৭২ কিলোমিটার সড়ক সংস্কার কাজ ঘুরে দেখেন। মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ এবং তার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন