ডেস্ক রিপোর্টার : মালয়েশিয়ার শাহ আলম জেলায় বেতন সংক্রান্ত বিরোধের জেরে এক বাংলাদেশি প্রবাসীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দেশটির পুলিশ পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে দুজন নারী রয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি (৪৫) একটি মুদি দোকানে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। শনিবার সকালে বেতন নিয়ে এক কর্মচারীর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়, যা একপর্যায়ে মারাত্মক সংঘর্ষে রূপ নেয়। ওই কর্মচারী সুপারভাইজারকে মাংস কাটার ছুরি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে কোনো পূর্ব অপরাধের রেকর্ড নেই এবং তাঁদের মাদক পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সন্দেহভাজনদের সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) তদন্ত করা হচ্ছে।
আপনার মতামত দিন
![](https://news39.net/wp-content/uploads/2023/08/protiva-coaching-ad-primary-teacher-2023-min.jpg)