মান্নান খান ও সালমা ইসলামের হলফ নামার বিবরণী

408

নিউজ৩৯: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত আব্দুল মান্নান খান ও জাতীয় পার্টি মনোনীত সালমা ইসলামের নির্বাচন কমিশনে দেয়া হলফ নামা  ও ২০ নং ফরমে উল্ল্যেখিত তথ্য বিবরণী জনস্বার্থে নিম্নে তুলে ধরা হল।

বিষয় আব্দুল মান্নান খান সালমা ইসলাম
১। শিক্ষাগত যোগ্যতা
  • এম এ (ডাবল)
  • এম এস এস (রাষ্ট্রবিজ্ঞান) এল এল বি
২। পেশা
  • আইন, রাজনৈতিক কর্মি
  • প্রকাশক – দৈনিক যুগান্তর
  • এডভোকেট- বাংলাদেশ সুপ্রীম কোর্ট
  • পরিচালক – যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
৩। ফৌজদারি মামলা
  • ২টি ছিল, পরবর্তীতে সরকার কর্ত্রিক প্রত্যাহার। বর্তমানে কোন মামলা নেই।
  • মোট ৭১টি মামলা ছিল; যার মধ্যে ৫৩টি থেকে খালাস, ১৮টি বিচারাধীন। এর মাঝে তিনি, স্বামী নুরুল ইসলাম বাবুল ও পূত্র সহ ১০০ কোটি টাকার কর ফাকির মামলা আছে।
৪। আয়ের বিবরণ
  • কৃষিখাত – ৩০,০০০
  • শেয়ার,সঞ্চয়পত্র/আমানত- ১,১১,৯০৮.৭৪
  • পেশা – ৫,৭৩,৬০০
  • মৎস্য ও রেমিটেন্স – ১,৪৪,৬৩,২২৭
  • ব্যবসা – ২,৮০,০০০
  • বাড়ী/ এপার্ট্মেণ্ট/ দোকান – ৩৫,০৪,০০০
  • সঞ্চয়পত্র/আমানত-৩৬,৪৩৯
  • চাকুরী (এম পি ভাতা) – ১৩,৫৭,৭৫০
৫। অস্থাবর সম্পত্তি
  • নগদ নিজের-৪০,০০,০০০
  • স্ত্রীর নামে – ১৫,০০,০০০
  • বন্ড স্ত্রীর – ২,০০,০০০
  • সঞ্চয়পত্র- ৬,৫০,০০০
  • FDR- ৩৭,০০,০০০
  • সঞ্চয়পত্র স্ত্রীর- ৬,৫০,০০০
  • যানবাহন মূল্য নিজ – ৪৪,৩১,২০০
  • ইলেক্ট্রনিক্স সামগ্রী নিজ- ৪০,০০০
  • ইলেক্ট্রনিক্স সামগ্রী স্ত্রী-৪০,০০০
  • অলংকার- ৭৫,০০০
  • আসবাব নিজ- ৩৫,০০০
  • আসবাব স্ত্রী -৬০,০০০
  • অন্যান্য- ৫০,০০০
  • অন্যান্য স্ত্রী – ৬০,০০,০০০ ( এপার্ট্মেণ্ট বাবদ অগ্রীম।)
  • নগদ নিজের – ৪৪,৭৯,০৬১
  • স্বামীর নামে – ১৯,৯৬,৭০৪
  • বন্ড/ ঋণ নিজের- ১৭,২২,৩৮,৭০০
  • বন্ড/ ঋণ স্বামীর – ২৪,৭৭,৯৫,৭০০
  • যানবাহন মূল্য নিজ – ৭১,২৯,৪০৭
  • যানবাহন মূল্য স্বামী- ২৫,৬৩,০০০
  • অলংকার নিজ – ৩০,০০,০০০
  • অলংকার স্বামী- ১০,০০,০০০
  • ইলেক্ট্রনিক্স সামগ্রী নিজ- ২,২০,০০০
  •   ইলেক্ট্রনিক্স সামগ্রী স্বামী- ২,২০,০০০
  • আসবাব নিজ- ৬০,০০,০০০
  • আসবাব স্বামী – ২০,০০,০০০
  • অন্যান্য- ৮,৩৮,৪০,২৪১
৬। স্থাবর সম্পত্তি
  • কৃষি জমি নিজ পৈত্রিক ০৫ একর।
  • কৃষি জমি স্ত্রী – ৫০,০০০
  • অকৃষি জমি নিজ- ৩১,৭৪,০০০
  • অকৃষি জমি স্ত্রী- ১,৬৪,৭৭,৬০৪
  • দালান/ স্থাপনা – ১,৮১,৮৬,৩১৬
  • মৎস্য খামার ০৫টি; পৈত্রিক সূত্রে।
  • অকৃষি জমি নিজ- (প্রায় ৪৭ একর) ৪,৯৯,৪৬,৩৭৪
  • অকৃষি জমি স্বামী- ৩৭,৭৭,৩৮৩
  • দালান/ স্থাপনা – ৫,৬৩,১০,৪৮৪
  • অন্যান্য- ১,১৩,৫৩৩
৭। দায় ও প্রকৃতি
  • নাই
  • স্বামী নুরুল ইসলাম বাবুলের নিকট ২,৮০,০০,০০০ ও ১৫,০০,০০০
৮। হলফ নামায় কর দেয়ার পরিমাণ
  • ২,৯৪,৫৬০.০৫
  • ১১,৭২,৫৫২
৯। গত নির্বাচনের প্রতিশ্রুতি সমূহের বাস্তবায়ন
  • আইন শৃঙ্খলা – ১০০%
  • রাস্তাঘাট – ১০০%
  • স্কুল কলেজ- ১০০%
  • বিদ্যুৎ – ৫৫মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ / ১০০%
  • রাস্তাঘাট – ৭০%
  • বিদ্যুৎ – ৫৬%
  • শিক্ষা – ৮০%
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
আপনার মতামত দিন