মানিকগঞ্জে স্বামীর হাতে দোহারের যুবতী খুন

233

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী রেজাউল মৃধা কনককে গ্রেফতার করেছে। 

গৃহবধূর মামা আসলাম হোসেন জানান, দোহার উপজেলার নয়াবাড়ির উত্তর বাহ্রা গ্রামের মোহাম্মদ কাশেমের মেয়ে তার ভাগি্ন রাবেয়া সুলতানার সঙ্গে হরিরামপুর উপজেলার শ্যামপুর গ্রামের লোকমান মৃধার ছেলে রেজাউল মৃধা কনকের দেড় বছর আগে বিয়ে হয়। 

শুক্রবার বিকেলে কনক তার ভাগি্নকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালায়।

আপনার মতামত দিন