মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গ্রেফতার

62
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-২ এর একটি দল সোমবার রূপগঞ্জের বাগবের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. আব্দুর রশিদ ওরফে বদ্দি (৭২) ময়মনসিংহের ফুলপুর উপজেলার মৃত বাবুল শেখের ছেলে।

মঙ্গলবার সকালে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য জানান।

গত বছরের ১৮ জানুয়ারি আব্দুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানা জারির পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন ছিলেন।

 

আপনার মতামত দিন