মাদক ব্যবসায় বাধা দেয়ায় নবাবগঞ্জে কলেজ ছাত্রের উপর হামলা

205

মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে নবাবগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় নাফিউল আরেফিন সানজিল (২১) নামে এক কলেজ ছাত্র আহত হয়েছে। শনিবার দুপুরে নবাবগঞ্জ থানায় এবিষয়ে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আহত সানজিল উপজেলার কলাকোপা ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে দোহার নবাবগঞ্জ কলেজে বিবিএসের প্রথম বর্ষের ছাত্র। গত ১৯ এপ্রিল সন্ধ্যায় উপজেলার কলাকোপা উকিল বাড়ির সামনে এঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, ১৯ এপ্রিল সন্ধ্যায় সানজিল আলহাদিপুর বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিল। পথে আলহাদিপুর গ্রামের ইব্রাহীম, ইউসূফ, ইমন, শিপনসহ ১০-১২জন মিলে দেশি অস্ত্র দিয়ে সানজিলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে সানজিল গুরুতর আহত হয় এবং মুখের সামনের তিনটি দাঁত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম তালুকদার বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন