নবাবগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

253

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলায় মাদক বিক্রয়ের সাথে জড়িত থাকায় আব্দুল গফুর (৬০) ও আলমগীর পত্তনদার (৩৫) নামে ২ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে উপজেলার পশ্চিম বাহ্রা রসুলপুর গ্রাম থেকে মাদক দ্রব্যসহ তাদের আটক করে নবাবগঞ্জ থানা পুলিশ।

আটককৃত আব্দুল গফুর উপজেলার পশ্চিম বাহ্রা রসুলপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ও আলমগীর পত্তনদার একই গ্রামের মৃত নাসির পত্তনদারের ছেলে।

ভ্রাম্যমান আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগ পেয়ে শনিবার সকালে উপজেলার পশ্চিম বাহ্রা রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫ পুরিয়া গাঁজাসহ আব্দুল গফুরকে পুলিশ আটক করে।

অপর দিকে একই গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আলমগীর পত্তনদারকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহিদ উল্লাহ’র ভ্রাম্যমান আদালত আলমগীর পত্তনদারকে ১ বছর ও আব্দুল গফুরকে ৯ মাসের স্বশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

আপনার মতামত দিন