মধুরচরে গাঁজা সহ যুবক গ্রেফতার

156

গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ঢাকা দোহার থানার মধুরচরে মোঃ জলিল মিস্ত্রিকে ৫শ গ্রাম গাজাসহ আটক করেছে র‍্যাব-১১।

সিপিসি-১ মুন্সীগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মাসুদ আনোয়ার এর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ উক্ত স্থানে থেকে তাকে গ্রেফতার করেন জলিল মিস্ত্রী দোহার, থানার মধুরচর, গ্রামের মোঃ আনসার মুন্সীর  ছেলে। আসামীকে  দোহার থানায় সোর্পদ করা হয়েছে।  এ সংক্রান্তে ঢাকা জেলার  দোহার থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 

আপনার মতামত দিন