নবাবগঞ্জে স্কুলছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন

212

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং ও রাস্তা থেকে ধরে নিয়ে শ্লীতাহানির প্রতিবাদে বুধবার দুপুরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে। শোল্লা স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা নবাবগঞ্জ বাইপাস সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

জানা যায়, ১১ এপ্রিল বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে স্থানীয় বখাটে সাগর রাজবংশীর নেতৃত্বে ১০/১২ জন তাকে শোল্লা ইউপি ভবনের কাছে তুলে নিয়ে শ্লীতাহানি করে। মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করেন। এ ঘটনা মেয়েটির ভাই বিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে বখাটেরা পরের দিন ওই মেয়েটির বাড়িতে হামলা চালিয়ে ভাই ও মাকে মারধর করে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। 

নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান জানান, তিন বখাটেকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ হেলাল উদ্দিন, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ইব্রাহীম খলিল, নজির হোসেন, আবদুল কাইয়ুম প্রমুখ।

আপনার মতামত দিন