নবাবগঞ্জে ৩০ লিটার মদসহ মাদক ব্যবসায়ী আটক

303

নিউজ৩৯, নবাবগঞ্জ প্রতিনিধি♦

 শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ বাজারের পাশের একটি বাড়ি থেকে ৩০ লিটার দেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে  র‍্যাব সদস্যরা।

আটক দিলিপ (২৬)পেশায় সুইপার। নবাবগঞ্জ বাজারের  চন্দনের ছেলে।

র‍্যাব-১১   সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সাড়ে ১২টায়  মুন্সিগঞ্জ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোকছেদ আলীর নেতৃত্বে  একটি দল দিলিপের বাড়িতে অভিযান চালায়। এ সময়  উপস্থিতি বুঝতে পেরে দিলিপ দৌঁড়ে পালানোর চেষ্টা করলে র‍্যাব তাকে ধরে ফেলে। পরে তার স্বীকারোক্তিতে বাড়ির উত্তর পাশে নোংরা জায়গায় মাটিতে পুতে রাখা প্রায় ২৫ লিটার মদসহ ১টি ড্রাম ও তার ঘর থেকে ১টি গ্যালনে ভরা আরও ৫ লিটার মদ উদ্ধার করা হয়।

আটক দিলিপ দীর্ঘদিন ধরে মদ তৈরি করে বিক্রি করে আসছে।

আপনার মতামত দিন