জয়পাড়া বাজারের বর্জ্য হিলসামারি নদীতে

331

স্টাফ রিপোর্টার♦ দোহারের বুক চিরে বয়ে যাওয়া নদীগুলোর মধ্যে অন্যতম হলো ইছামতির শাখা নদী হিলসামারি। দোহার উপজেলার প্রান কেন্দ্র জয়পাড়া বাজার ঘেষে বয়ে যাওয়া নদীটি দূষিত হচ্ছে প্রতিদিন। ক্রমে ক্রমে হারিয়ে যাচ্ছে এই নদী। জয়পাড়া বাজারের সকল বর্জ্য প্রতিদিন নিক্ষেপিত হচ্ছে হিলসামারির বুকে। নদীতে বর্ষাকাল ছাড়া পানি প্রবাহ না থাকার ফলে নদীর পানি হয়ে যাচ্ছে বিষাক্ত। হয়ে পড়ছে মানুষের ব্যবহারের অনুপযোগী।
দীর্ঘদিন যাবত নদীটির পানি দূষিত হলেও দেখা

https://lh4.googleusercontent.com/-MrGqZqMB8wM/TzYdiVYUs9I/AAAAAAAAA3c/E3-eDV2qTKs/s500/IMG_2517.JPG

যায়নি এর কোন প্রতিকার ব্যবস্থা। সেটা হোক সরকারী বা বেসরকারী। এ ব্যাপারে প্রশাসনকে প্রশ্ন করলে তারা তাদের অপারগতা প্রকাশ করেন। হিলসামারি নদীকে বাঁচাতে অতি শিঘ্রই এই নদীতে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। তা নাহলে বাংলাদেশের আরো অনেক শাখা নদীর মতো হিলসামারি নদীও কালের গর্ভে হারিয়ে যাবে।

আপনার মতামত দিন