নবাবগঞ্জের ভাঙ্গাপাড়া সেতুটির বেহাল দশা

217

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ভাঙ্গাপাড়া গ্রামের ব্রিজটির বেহাল দশা প্রায় ৩ বছর । প্রতিদিন ব্রিজটি দিয়ে চার থেকে পাঁচ হাজার লোক  ঝুঁকির মধ্য দিয়ে চলাচল করছে। এলাকাবাসী জানায়, ২০০২ সালে ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের পাঁচ বছর পর ব্রিজের দুপাশের রেলিং ধীরে ধীরে ভেঙে পড়ে। এরপর আর ব্রিজটি সংস্কার করা হয়নি। 

স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া জানান, কিছুদিন আগে মারুফ নামে ৪ বছরের এক শিশু ব্রিজ থেকে পড়ে আহত হয়।  বারুয়াখালির ইউনিয়নের কৃষক নেতা মো. আলি বলেন, ব্রিজটি দিয়ে  প্রতিদিন অসংখ্য রিক্সা, ভ্যান, ইজিবাইক, বাইসাইকেল চলাচল করে।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।নবাবগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী শ্রী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ মোবাইল ফোনে জানান, দ্রুত দরপত্র আহবান করে ব্রিজটি সংস্কারে ব্যবস্থা নেয়ার চেষ্টা করা হবে।

আপনার মতামত দিন