মধুরচরে সবজি ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

296

ঢাকার দোহার উপজেলায় বিল্লাল (১৯) নামের এ সবজি ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। বাবা-ভাইয়ের বক্তব্য আত্মহত্যা, কিন্তু তার মা অস্বীকার করেন।

নিহত বিল্লাল উপজেলার মধুরচর গ্রামের শেখ সামছুদ্দিনের ছেলে। নিহতের বাবা ও ভাইয়ের দাবী, সোমবার দুপুরে সবজির দোকানের তালার-চাবি হারানোর বিষয় নিয়ে বাবা ও বড় ভাই হেলাল বিল্লালকে বকাঝকা করে। বিকেলে বাড়িতে ফিরে সে বিষপান করে আত্মহত্যা চেষ্টা চালায়।

পরিবারের লোকজন তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের মা হেলেনা বেগমের দাবী তার ছেলে আত্মহত্যা করতে পারে না।

দোহার থানা উপপরিদর্শক মো. সিকান্দার জানান, নিহতের পরিবার হাসপাতাল এবং শাহবাগ থানা প্রশাসনের কাছ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতিপত্র নিয়ে এসেছেন।

আপনার মতামত দিন