দোহারের গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই

259

ঢাকা দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের তিন গরু ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ৬ লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরভদ্রসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের কৃষ্ণদেবপুর গ্রামের তিন গরু ব্যবসায়ী মোটর সাইকেল যোগে গরু কেনার উদ্দেশ্যে ফরিদপুর জেলা চরভদ্রসন  থানার হাজীগঞ্জ গ্রামে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পরেন। ব্যবসায়ীদের কুপিয়ে যখম করে তাদের কাছে থাকা প্রায় ৬ লক্ষ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ীরা হলেন আজহার মোল্লা, এরশাদ আলী ও ইমতিয়াজ উদ্দিন।

আপনার মতামত দিন