বেপরোয়া এন মল্লিক, ছুড়ে ফেললো যাত্রীকে (ভিডিও সহ)

    209

    আশিক শেখ, নিউজ৩৯: দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে নবাবগঞ্জের এন মল্লিক পরিবহন। কোন আইনগত বা শাস্তিগত ব্যবস্থা না নেয়ায় তারা আচরণে স্বৈরাচারী হয়ে উঠেছে। রবিবার সকাল ৮:৪৫ এর দিকে ‘এন মল্লিক’ পরিবহন থেকে চলন্ত অবস্থায় এক যাত্রীকে ছুড়ে ফেলা হয়। এতে উক্ত বাকপ্রতিবন্ধী যাত্রী মাথা এবং কোমরে প্রচন্ড আঘাত পান। তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না। ঘটনাটি ঘটে কেরাণিগঞ্জের রামেরকান্দা বাজারের ডাচ-বাংলা ব্যাংক সংলগ্ন রাস্তায়। লিংক

    পরবর্তীতে বাজারের স্থানীয় মানুষজন এগিয়ে এসে সেই মহিলাকে উদ্ধার করে। পরে সেই বাকপ্রতিবন্ধী নারী পুরো ঘটনা লিখে জানায় ।

    তিনি লিখিতভাবে জানান, তিনি কোনাখোলা বাসস্ট্যান্ড  থেকে এই বাসে উঠেন। কিছু রাস্তা অতিক্রম করার পর তার কাছে ভাড়া চাওয়া হয়। তিনি বাসের হেল্পারকে জানান, তাকে এন মল্লিকের কোনো এক কর্মকর্তা বিনা ভাড়ায় চলাচলের অনুমতি দিয়েছেন। তার কাছে কোনো ভাড়া নেই। সে এই কথা কাগজে লিখে জানায়, হেল্পার এই কথা বুঝতে না পেরে তার সাথে এমন ঘটনা ঘটান। তিনি তার সাথে এমন আচরণের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থার দাবী করেন। কেননা, এতে তার মৃত্যুও হতে পারতো।

    অন্য খবর  জাতি গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন;অ্যাডঃ সালমা ইসলাম এমপি

    আপনার মতামত দিন