বিপিএল: আজ থেকে শুরু হচ্ছে সিলেট পর্বের খেলা

6
বিপিএল: আজ থেকে শুরু হচ্ছে সিলেট পর্বের খেলা

বিপিএল এখন চায়ের শহর সিলেটে। সুরমা নদীর পাড়ে আজ থেকে শুরু হচ্ছে ব্যাট-বলের লড়াই। দিনের প্রথম ম্যাচেই মাঠে নামছে স্বাগতিকরা। সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

মিরপুরে প্রথম-পর্বে একটি ম্যাচ খেলেছে সিলেট। তবে জয়ের দেখা পায়নি। ঘরের মাঠে জয়কে পাখির চোখ করেই মাঠে নামবেন আরিফুল হকের দল। তবে কাজটা মোটেও সহজ হবে না। কেননা এবারের আসরে দুর্দান্ত ছন্দে আছে রংপুর রাইডার্স। প্রথম পর্বে টানা তিনটি ম্যাচেই জয় পেয়েছেন নুরুল হাসান সোহানরা। টেবিলের শীর্ষে থেকে তারা চায়ের শহরে উড়াল দিয়েছেন। সিলেট পর্বেও রংপুর জয়ের ধারা ধরে রাখতে মরিয়া।

দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিমের দলের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। ঢাকায় প্রথম পর্বে বরিশাল ২ ম্যাচ খেলে জয় পেয়েছে একটি; হার একটি। অন্যদিকে দুর্বার রাজশাহী ৩ ম্যাচে ১ জয় ও ২ হার নিয়ে সিলেট পর্বে খেলবে। শক্তির বিচারে বরিশাল এগিয়ে থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী পদ্মাপারের দল রাজশাহী। তামিমদের হারিয়ে জয়ে ফিরতে উন্মুখ হয়ে আছেন এনামুল হক বিজয়রা।

বিপিএলে প্রথম পর্বে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মিরপুরে। টিকিট নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও মাঠে লড়াই বেশ উপভোগ করেছেন দর্শকরা। ব্যাটিংবান্ধব উইকেট হওয়ায় ব্যাটসম্যানরা রানের ফোয়ারা ছুটিয়েছেন। চার-ছক্কায় মাঠ মাতিয়েছেন তারা। সিলেটেও রানপ্রসবা উইকেটের প্রত্যাশা দর্শকদের।

অন্য খবর  সাকিবের ব্যাটে কলকাতার জয়

বরিশালের ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মেয়ার্স মনে করেন, সিলেটেও রান হবে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আগের বিপিএলের মতো একই রকম মনে হচ্ছে। উইকেট ফ্রেশ, টুর্নামেন্টও মাত্র শুরু হলো। ঢাকায় আগের ম্যাচগুলোতে উইকেট ভালো ছিল। আশা করি এখানেও (সিলেট) উইকেট এমনই হবে।’

বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও ভালো কিছুর প্রত্যাশা করছেন। তিনি বলেন, ‘বিপিএল এখনও শেষ হয়নি। আমরা সিলেট, চট্টগ্রামের দর্শকদের যদি খুশি করতে পারি এবং শেষ পর্বে ঢাকাতে গিয়ে যদি সবকিছু ভালোভাবে শেষ করতে পারি তাহলে ধরে নেব একটা ভালো বিপিএল হয়েছে।’

আপনার মতামত দিন