বিদেশে পালানো হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

7
বিদেশে পালানো হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : বিদেশে পলাতক হত্যা মামলার আসামিদের গ্রেফতারে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাদের অনেককে আমরা ধরতে সক্ষম হয়েছি। তবে যারা বিদেশে পালিয়ে আছে, তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা থাকা ১০৫ আসামির মধ্যে এখন পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো বড় সংখ্যক আসামি ধরা না পড়ায় ট্রাইব্যুনাল ক্ষোভ প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, “আসামিদের মধ্যে অনেকে বিদেশে পালিয়ে থাকায় সরাসরি তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে পার্শ্ববর্তী দেশের সঙ্গে চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।”

সরকারের এই পদক্ষেপের মাধ্যমে যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচারে আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আপনার মতামত দিন