নবাবগঞ্জে বিএনপির সড়ক অবরোধ

238

বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে শুরগঞ্জে রাস্তা অবরোধ করে আব্দুল মান্নান পন্থী নেতাকর্মীরা। এসময় রাস্তায় যান চলাচল সম্পূর্ন রুপে বন্ধ হয়ে যায়। নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবেদ হোসেন ও সাধারন সম্পাদক হারুনর রশিদের নেতৃত্বে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

তফসিল ঘোষনার প্রতিবাদে কাল ৪৮ ঘন্টার অবরোধের ডাক দেয় বিএনপিসহ ১৮ দলীয় জোট। এরই মধ্যে কাল রাতে বিক্ষোভ মিছিলও করে উপজেলা বিএনপির এই অংশ। অবরোধের প্রথম দিনে শুরগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে সকালে রাস্তা অবরোধ করে বিএনপি। এছাড়া ঢাকা নবাবগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ও ভারি বস্তুদিয়ে ব্যারিকেড দেয় বিএনপি নেতাকর্মীরা। এসময় কোন গাড়ি ভাংচুর করা হয়নি। এই সময় সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে রাস্তার যান চরাচল স্বাভাবিক করে। এই সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী সহ ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন