নবাবগঞ্জে অবরোধে গাড়ি ভাংচুর, গ্রেফতার

180

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিন ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিএনপি ও ১৮ দলের নেতা-কর্মীরা অটোবাইক ও হিউম্যানহলারসহ ৫/৬টি গাড়ি ভাংচুর করেছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সদর মহাকবি কায়কোবাদ চত্বরে স্বাধীনতা ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার আবু আশফাকের নেতৃত্বাধীন উপজেলা বিএনপি ও ১৮ দলের নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে অটোবাইক ও হিউম্যানহলারসহ ৫/৬ টি গাড়ি ভাংচুর করে এবং একটি বোমা বিস্ফোরণ ঘটায়। কিছুক্ষণ পড়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে এবং পুলিশ তাদের ওপর লাঠিচার্চ করে। এসময় বিএনপির ৪ কর্মীকে আটক করে পুলিশ। এরপর বিএনপি নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে, এলাকায় ১ ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। তবে সকাল থেকে দূর-পাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

অপরদিকে, ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান সমর্থিত বিএনপি নেতা-কর্মীরা বাগমারা তেঁতুল তলায় সমাবেশ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

অন্য খবর  ফুটবল খেলা নিয়ে নবাবগঞ্জে সংঘর্ষ  

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাসুদ করিম জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত দিন