হঠাৎ করে গড়ে ওঠা বাংলাদেশ ন্যাশনালিস্ট ফন্ট- বিএনএফ আরেকবার নাটক দেখিয়েছে। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্যারিস্টার নাজমুল হুদা এ দলটি নিয়ে এগিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে দায়িত্ব ছেড়ে দেন।
দলটির প্রধান আহ্বায়ক হন আবুল কালাম আজাদ। দলটি নিয়ে বিএনপির তীব্র আপত্তি সত্ত্বেও গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দেয়।
নিবন্ধন লাভের পরের দিন ডিআরইউতে সংবাদ সম্মেলনেই হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে তাৎক্ষণিকভাবে আবুল কালাম আজাদ চারজনকে বহিষ্কার করেন।
সেদিন দৃড়কণ্ঠে আজাদ ঘোষণা করেন, ‘বিএনএফ এদেশের রাজনৈতিক শিষ্টাচারে শৃঙ্খলার নজির স্থাপন করবে। প্রয়োজনে আরো বহিষ্কার করা হবে। কারো উচ্ছৃঙ্খলা টলারেট করা হবে না।’
এক মাসের ব্যবধানে তাকে বহিষ্কার করা হয়েছে। আর তার জায়গায় ব্যারিস্টার নাজমুল হুদাকে ফের ইন করানো হয়েছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ বহিষ্কারের ঘোষণা দেন সকল রেজিস্টার্ড আহবায়ক ও সদস্য সচিবদের পক্ষেআবদুল্লাহ জিয়া।
সংবাদ সম্মেলনে তিনি আবুল কালাম আজাদের নানা স্বেচ্ছাচারিতা তুলে ধরেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলে অভিযোগ করেন। আর গঠনতন্ত্রের বিভিন্ন ধারা তুলে ধরে নাজমুল হুদাকে দলটির আহ্বায়ক হিসেবে ঘোষণা করেন।
আবদুল্লাহ জিয়া বলেন, ‘প্রতিষ্ঠাতা আহবায়ক ব্যারিস্টার নাজমুল হুদাকে অপসারণে কাউন্সিলের মোট সদস্য সংখ্যার ৩ চতুর্থাংশের ভোট নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয়নি।’
তিনি বলেন, ‘নাজমুল হুদার বিরুদ্ধে দলের কোনো নেতাকর্মী অবস্থান নেয়নি। এখনো তারা নাজমুল হুদাকে চেয়ারম্যান হিসেবে পেতে চাইছে।’
এ সময় আবদুল্লাহ জিয়া বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফাকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে এবং জাতীয় স্বার্থে বিএনএফের প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদকে রেজিস্টার্ড নেতাকর্মীর অনুরোধে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দলের সকল দায়িত্ব ও কর্মকাণ্ড হতে বহিষ্কার করা হলো।’
তিনি বলেন, ‘আর গঠনতন্ত্রের ক্ষমতাবলে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা প্রতিষ্ঠাতা আহবায়ক ব্যারিস্টার নাজমুল হুদাকে দলের চেয়ারম্যান মনোনীত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নেতা শহীদ চৌধুরী, চাঁদপুর-৫ আসনের প্রার্থী আজিজুল হক পাটোয়ারী, রাজবাড়ী পাংশা থানা আহবায়ক জীবন ডাবলু, কুমারখালী উপজেলা সদস্য সচিব আবদুল হালিম হিম, শৈলকুপা উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক উজ্জল হোসেন, সদস্য সচিব নুর আলম খান, গাজীপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এমএ সালাম শান্ত প্রমুখ।