বন্ধের পথে বাহ্রা-ফরিদপুর নৌ-যোগাযোগ

222

মো: জাকির হোসেন, নিউজ ৩৯ ♦ ফরিদপুর জেলার হাজীগঞ্জ, সি এন্ড বি সহ কয়েকটি এলাকার মানুষের ঢাকা যাতায়াতের জন্য অন্যতম প্রধান রাস্তা হলো হাজীগঞ্জ-বাহ্রা নৌপথ। এছাড়াও ঢাকা দোহার-নবাবগঞ্জসহ ঢাকার বিভিন্ন ব্যবসায়ীদের ব্যবসায়িক পন্য আনা-নেয়ার  জন্য প্রতিদিনই এই নৌপথ ব্যবহার করতে হয়।

পদ্মার বুকে চর সৃষ্টি হওয়ায় পথটি এখন অনেকটাই যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। নৌকা, ট্রলারসহ প্রায় শতাধিক নৌযান প্রতিদিনই এই নৌপথ দিয়ে যাওয়া আসা করে। কিন্তু এতোদিনের ব্যবহৃত নৌপথে চর সৃষ্টি হওয়ায় নৌযানগুলোকে চলতে হচ্ছে অন্য পথে। কিন্তু সেই পথেও আছে ডুবো চরের ভয় যার ফলে প্রায়ই সমস্যায় পড়তে হয় নৌযান চালকদের।

ট্রলার চালক আ: খালেক জানান, আগের পথটি বন্ধ হওয়ায় তাদের নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে। ঘুরে অন্য পথে যেতে হয় বলে জ্বালানী ও সময় উভয়ই বেশি ব্যয় হয় বলে জানান। বাহ্রা থেকে হাজীগঞ্জ নৌপথটি চর পড়ে বন্ধ হয়ে গেলে ফরিদপুরের সাথে যোগাযোগের বন্ধ হয়ে যাবে দোহারের পশ্চিমাঞ্চলের। ফলে দূর্ভোগে পড়বে এই এলাকার ব্যবসায়ী ও ফরিদপুরের হাজীগঞ্জবাসী।

আপনার মতামত দিন