বাহ্রায় ছাত্রী নিখোঁজ: সন্দেহের তালিকায় প্রেমিক

275

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ বাহ্রা হাবিলউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মিতু আক্তার(১৫) গত আঠারো দিন যাবৎ নিখোঁজ রয়েছে। তার বাড়ী জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামে। মেয়েটির পিতার নাম মো: মজনু।

এলাকাবাসীর অভিযোগ মেয়েটির বয়স অল্প হলেও তার একাধিক প্রেমিক রয়েছে। তার পরিচিত সকল বন্ধু ও সন্দেহ ভাজন প্রেমিকদের বাড়িতে খোঁজ নিয়েও কোন তথ্য পাওয়া যায় নি।

মেয়েটির পিতার অভিযোগ তার মেয়ে নিখোঁজের পিছনে এলাকার সুমন জড়িত, সুমন পেশায় ভাড়ায় চালিত হোন্ডা চালক। জানা গেছে, দুই সপ্তাহ আগে তার মেয়ে মিতু(১৫) সুমনের মোটর সাইকেলে চড়ে বাহ্রা স্কুলে যায় ৫০ টাকার ভাড়ার বিনিময়ে। ঠিক সেদিন থেকেই নিখোঁজ মিতু।

সুমনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় নারী নির্যাতন ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সুমন পলাতক রয়েছে।

সুমনের পরিবারের অভিযোগ কোথায় কার সাথে মিতু চলে গেছে তার সঠিক তথ্য না পেয়ে সুমনকে ফাসাতে চেস্টা করছে পরিবারটি। এদিকে সুমনের মোটর সাইকেলটি রাজাপুরের আওয়ামী লীগ নেতা মো: মোতালেব হোসেনের তত্বাবধানে আছে।

আপনার মতামত দিন