বাস্তায় বিদ্যূৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু

349

মো: জাকির/আবু নাইম, নিউজ ৩৯ ♦ গত শুক্রবার বাস্তায় বিদ্যূৎস্পৃষ্ট হয়ে এক জন মারা গেছে। নিহত ব্যাক্তির নাম আকবর আলী(৩২)। তিনি বাস্তা গ্রামের কোহিন আলীর ছেলে।

গত শুক্রবার আকবর আলী তাদের রান্না ঘরের খুটি ঠিক করার সময় বিদুৎস্পৃষ্ট হয়। তার পরিবারের কাছ থেকে জানা যায় তাদের রান্না ঘরের উপর বিদুৎ-এর তার ছিল। শুক্রবার আকবর আলীদের রান্না ঘর ঠিক করার সময় আকবর আলী ঐ বিদুৎ লাইনের সাথে ঝড়িয়ে যায়। এবং তাৎক্ষনাৎ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ মৃত্যুর কারনে বাস্তায় নেমে এসেছে শোকের ছায়া।

আপনার মতামত দিন