বারুয়াখালী-বক্তারনগরবাসীর একটি সেতুর স্বপ্নপূরণ

307

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ :: আবশেষে বহু প্রতিক্ষার পর একটি স্বপ্ন পূরণ হলো শিকারীপাড়া-বারুয়াখালী ইউনিয়নের জনগনের। এই ইউনিয়নের জনগনের দীর্ঘ দিনের স্বপ্ন ছিলো বারুয়াখালী-বক্তারনগর ইছামতি নদীর উপর একটি ব্রিজের।

৮৪.০মি.দীর্ঘ পিসি গাডার আইসিসি ব্রিজটি স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এল জি ই ডি) এর আর্থায়ানে ২ কোটি ৩২ লক্ষ ৭৪ হাজার টাকা ব্যায় নির্মিত হয় ব্রিজটি।
 ২০১০ সালে এপ্রিল মাসে ব্রিজের নির্মান কাজ শুরু হয়ে শেষ হয় ২০১২ সালের মার্চ মাসে।

ব্রিজ নির্মানের ফলে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকার জনগনের যাতায়াতে অনেকটাই উন্নতি হয়েছে বলে দাবি করছে এলাকা বাসি। ব্রিজটি এখন ও উদ্বোধন করা হয় নি।

আপনার মতামত দিন