প্রথমদিন বান্দুরা হলিক্রশ স্মৃতিতে, সঙ্গীতে আনন্দময়

335

মোঃ জাকির হোসেন, নিউজ৩৯ ♦ ১৯১২ হতে ২০১২, এক শতাব্দী। বৃহস্পতিবার থেকে ১০০ বছর পূর্তি অনুষ্ঠান শুরু হল বান্দুরা হলিক্রশে। তীব্র শীতের কারণে কিছুটা দেরিতে সকাল ১০টা ৩০ মিনিটে প্রধান শিক্ষক ব্রাদার চন্দনের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন গৄহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আঃ মান্নান খান । এছাড়া আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানা নির্বাহী কর্মকর্তা সহ প্রায় ৭/৮ হাজার বর্তমান ও প্রাক্তন ছাত্র।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে উত্তরীয় গলায় পড়িয়ে ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। পতাকা উত্তোলনের পর পর্যায়ক্রমে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, বাইবেল ও গীতা পাঠ করা হয়।

অনুষ্ঠানটি দুই ভাগে বিভক্ত ছিল। ২য় পর্যায় শুরু হয় বিকাল ৩ টায়। এটি ছিল মূলত সাংস্কৃতিক পর্ব। নাচে,গানে অনুষ্ঠানটি হয়ে ওঠে বর্ণিল আনন্দময়। ছোট বড় নির্বিশেষে সবাই এক হয়ে উপভোগ করে অনুষ্ঠানটি। সবচাইতে আকর্ষণীয় ছিল সংগীত শিল্পী হৃদয় খানের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষকদের নাচ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে সবচাইতে যে বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করে তা হল সবারই শৃঙ্খলা মেনে চলা। এছাড়া উৎসব উপলক্ষে বিদ্যালয়ে বিভিন্ন শুভেনির বিক্রি ও বিদ্যালয়ের বিভিন্ন খেলাতে অর্জিত ক্রেস্ট প্রদর্শনী চলছে।

আপনার মতামত দিন