বান্দুরায় আপন ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা

270

নবাবগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী ভাই আবু সাইদ (৩৫) কে কুপিয়ে হত্যা করেছেন তার মেজো ভাই সিদ্দিক (৪০)।

বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার বান্দুরা ইউনিয়নের হযরতপুর গ্রামে দু’ভাইয়ের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে এ হত্যাকান্ড ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হযরতপুর গ্রামের মো: মোবারক হোসেনের ৪ ছেলে। বড় ছেলে লোকমান হোসেন, মেজ ছেলে সিদ্দিক, সেজ ছেলে আবু সাইদ ও ছোট ছেলে মো: সোহেল। প্রতিবন্ধি ভাই সাইদের সাথে প্রায়ই সিদ্দিকের বাক বিতন্ডা লেগে থাকতো। বৃহস্পতিবার সন্ধ্যার পর সিদ্দিক বাড়িতে আসার পর সাইদ তার কাছে টাকা চাইলে সে টাকা দিতে অপরাগতা জানান, এরপর তাদের সাথে বাকতিন্ডা হয়। একপর্যায়ে সিদ্দিক ঘর থেকে দা নিয়ে সাইদের ঘারে কুপ দেয়। এসময় স্বজনরা আহত সাইদকে নবাবগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে সিদ্দিক পালিয়ে রয়েছে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস, আই) মন্তোষ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বড় ভাই লোকমান হোসেন থানায় অভিযোগ করেছেন এবং লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমূল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন