বাগমারায় গভীর রাতে দূর্গা প্রতিমা ভাংচুর

750

নবাবগঞ্জ উপজেলায় বাগমারায় পুঁজা মন্ডপে রাতের অন্ধকারে ইট ছুড়ে দূর্গা প্রতিমা ভাংচুর করা হয়েছে। কারা এই কাজ করেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারে নি। শুক্রবার রাতে উপজেলার বাগমারা সার্বজনীন দুর্গা মন্দিরে অজ্ঞাত দূস্কৃতকারী এ ঘটনা ঘটায়।

পুলিশ ও পূজা কমিটি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার কলাকোপা ইউনিয়নের বাগমারা সার্বজনীন দুর্গা মন্দির পূজা কমিটির কয়েকজন লোক মন্দিরের দূর্গা প্রতিমার অসুর মুখ, সরস্বতীর ও গনেশ মূর্তি অংশে ভাঙা দেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে, কেরানীগঞ্জ সার্কেল এএসপি ডা. শহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, নবাবগঞ্জ থানার ওসি তদন্ত আজিজুর রহমান, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো: ইব্রাহিম খলিল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নবাবগঞ্জ উপজেলার সভাপতি নিতাই চাঁদ তালুকদার (এফ.সি.এ), সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার শনিবার দুপুর ১টা পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। শুক্রবার রাত থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। রাখা হচ্ছে গোয়েন্দা নজরদারি।
পূজা কমিটির কোষাধ্যক্ষ সুমন সাহা জানান, কে-বা কাহারা প্রতিমা ভেঙ্গেছে তা দেখিনি। নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান নিউজ ৩৯কে জানান, কে-বা কারা ইট ছুড়ে মূর্তির কিছু অংশ ভেঙ্গে ফেলেছে তা দুর্গা মন্দির কমিটি বলতে পারছে না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত দিন