জয়পাড়ায় লটারীর নামে জমজমাট জুয়া

466

জয়পাড়া বড় মাঠে চলছে মাসাধিক কালব্যপি বাণিজ্য মেলা। এর মেলার পক্ষ থেকে প্রতিদিন লটারির আয়োজন হচ্ছে। প্রতিটি টিকিট ২০ টাকায় বিক্রি হচ্ছে, আর প্রতিদিন একজন বিজয়ী পাচ্ছেন একটি মোটর সাইকেল।

শুধু মেলায়ই নয়, জয়পাড়া বাজারের বিভিন্ন স্থানে ভ্যানে করে বিক্রি হচ্ছে টিকিট, কোথাও কোথাও মোটর সাইকেল রাখা হচ্ছে সাথে।

দেদার বিক্রি হচ্ছে টিকিট, এর প্রধান ক্রেতা নিন্ম বিত্তের লোকজন, এমন কি শিশুরাও। প্রতিদিন আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার টিকিট বিক্রি হচ্ছে, যদিও বিক্রেতারা বলছেন কোনো কোনো দিন ক্ষতি নাকি হচ্ছে।

পনেরই অক্টোবর সোমবার লটারির শেষ দিন। এদিন লটারিতে ২টি মোটর সাইকেল ও ২টি গরু দেয়া হবে, এবং আরও রয়েছে ৪৭টি মোবাইল সেট।

প্রশাসনের সামনেই চলছে এই ধরনের লটারী যা স্পষ্টতই জুয়ার সামিল এবং এই লটারির আইনগত বৈধতাও কেউ খতিয়ে দেখছে না। মানুষের লোভকে পুঁজি করে ফটকাবাজরা প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রতিদিন মাত্র একজন লাভবান হলেও ক্ষতিগ্রস্থ হচ্ছে বেশিরভাগ মানুষ।

আপনার মতামত দিন